জয়নগরে মোবাইল চুরির অপবাদে মিশনের ছাত্রদের বেধড়ক মার

উত্তর ২৪ পরগনার আল হিলাল মিশনের দ্বাদশ শ্রেণীতে পড়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সেলিম মোল্লার ছেলে সোহেল রহমান মোল্লা।
গত বৃহস্পতিবার মিশনের অঙ্কের শিক্ষকের মোবাইল ফোন খোয়া যায়। সেই মোবাইল চুরির অপবাদ দেওয়া হয় সোহেল ও তার সহপাঠী কয়েকজনকে। সেই অপবাদ দিয়েই সোহেল সহ তার সাত সহপাঠীকে ওই অঙ্কের শিক্ষক সামিম জেয়াজ মিশনের দ্বাদশ শ্রেণীর অন্যান্য ছাত্রদের সাথে নিয়ে শুক্রবার রাতে বেধড়ক মারধোর করে ওই সাতজন ছাত্রকে।
ঘটনায় গুরুতর জখম ওই সাত ছাত্র। গুরুতর জখম হয় সোহেলও। ছেলেকে মারধোরের খবর পেয়ে সোহেলের মা ওই মিশনে গেলে তাকে ও দুদিন আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অবশেষে সোহেলের বাবা সেলিম মোল্লা মিশনে গিয়ে ছেলে ও স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজ্যের সঙ্খ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লার দ্বারস্থ ও হন সোহেলের পরিবার।