বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধীরে ধীরে আরও কমছে তাপ, বাড়ছে শীতের কামড়

News Sundarban.com :
নভেম্বর ২৮, ২০১৭
news-image

ধীরে ধীরে আরও কমছে তাপ । বাড়ছে শীতের কামড়। কনকনে হাওয়ায় কাঁপছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা । ‘মাঘের শীত বাঘের বিক্রমসম’ । ভারতচন্দ্রের এই উক্তি যেন অগ্রহায়ণেই টের পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী । রোজই ধারাবাহিকভাবে নামছে শহর ও জেলাগুলির তাপমাত্রা । এত তাড়াতাড়ি এরকম জাঁকিয়ে ঠান্ডা শেষ কবে পড়েছে, তা মনে করতে পারছে আলিপুর আবহাওয়া অফিস ।
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে । সোমবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে কিন্তু শীতের আমেজ তেমন একটা অনুভব করা যাচ্ছে না । গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে শীত বেশ জমিয়ে উপভোগ করা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশিই । কনকনে পরিবেশে জবুথবু বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদের মানুষ । কলকাতায় তেমন না হলেও ভোর আর সকালের দিকে বেশ উপভোগ্য রয়েছে পরিবেশ ।