বিশ্রাম পেলেন বিরাট কোহলি

অবশেষে বিশ্রাম পেলেন বিরাট কোহলি। নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৯ রানের বিরাট জয়ের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ওয়ানডে সিরিজে নেই বিরাট কোহলি। ‘চিকু’র অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন মুম্বইকর রোহিত শর্মা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্যও দল ঘোষণা করেছে বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিরছেন শিখর ধাওয়ান। অন্যদিকে ওয়ানডে দলে ফেরানো হচ্ছে সদ্য বিয়ে করা ভুবনেশ্বর কুমারকে। এরসঙ্গে দলে ফিরছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও।