শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানি

News Sundarban.com :
নভেম্বর ২৭, ২০১৭
news-image

আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানি। ব্রিটিশ কোর্টে ভারত সরকারের হয়ে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এই প্রত্যর্পণ মামলা চালাবে। ব্রিটিশ কোর্টে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হবে ভারতের হাতে বিজয় মালিয়া তুলে দেওয়ার পরে তার ঠিকানা হবে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের আর্থার রোডের জেলে। পাশাপাশি ব্রিটিশ কোর্টের কাছে ভারতের পক্ষ থেকে দাবি জানানো হবে বিশ্বের অন্য কোন কারাগারে মালিয়া যতটা নিরাপদ থাকবে ঠিক ততটাই নিরাপদ এবং ভাল অবস্থায় থাকবে ভারতীয় সংশোধনাগারে। ভারতের পক্ষ থেকে এও বলা হবে জীবনহানির যে তত্ত্ব বিজয় মালিয়া ব্রিটিশ সরকারের কাছে খাড়া করেছে তা আসলে তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত তথা ভুল পথে চালিত করবার চেষ্টা মাত্র।