মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আবার তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম-র পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী এবং ধনিকশ্রেণির হাতিয়ার বলে অভিহিত করেছেন।
রবিবার আগরতলায় সিপিআইএম-এর শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর এক জমায়েতে ভাষণ দিতে গিয়ে মানিক সরকার বলেন, ।”কেন্দ্রের বর্তমান সরকার যে সব নীতি নিচ্ছে তা ইতোপূর্বে দেশের অন্য কোনও সরকার করেনি। এমন জনবিরোধী সরকার ইতোপূর্বে কখনও লক্ষ করা যায়নি। বর্তমানে সরকার যে সমস্ত নীতি নিচ্ছে তাতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত অংশের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।