অবসাদে ডুবে যাচ্ছেন কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম

পারিবারিক কারণে ক্রমশই অবসাদে ডুবে যাচ্ছেন কুখ্যাত ফেরার সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। সূত্রের খবর অনুযায়ী নিজের তৃতীয় তথা একমাত্র পুত্র সন্তান বছর ৩১ এর মৈইন নাওয়াজ ডি কসকর পারিবারিক ব্যবসা ছেড়ে ধার্মিক হয়ে গিয়ে মৌলানা হয়ে গিয়েছেন। মহারাষ্ট্রের থানের অ্যান্টি এক্সটরশন সেলের আধিকারিক প্রদীপ শর্মা দাবি করেছেন, দাউদে ছেলে এটা বুঝতে পেরেছিল তার পরিবারের বেআইনি কাজকর্মের ফলে গোটা বিশ্বে কুখ্যাত হয়ে গিয়েছে। পাশাপাশি তার পরিবারের অনেকেই এখনও ফেরার। তাই নিজেদের পারিবারিক ব্যবসা ত্যাগ করে ধার্মিক হয়ে গিয়েছেন দাউদের একমাত্র পুত্র মৈইন নাওয়াজ ডি কসকর। প্রদীপ শর্মা এও জানিয়েছেন দাউদের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মৈইন নাওয়াজ ডি কাসকরের ।