শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি আবার কি মা হতে চলেছেন

News Sundarban.com :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। নিশ্চিত জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি। কথা বললেন, বলিউডে নিজের কেরিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।
রানি বলেছেন, তাঁরা স্বামী-স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন। রানির এই কথাতেই তাঁর দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা। রানি আরও বললেন, আদিত্য এবং তাঁর আলোচনায় নিজেদের একান্ত জীবন । ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে দিদিমার কাছে।