পাকিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে মৃত ৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। জোরালো বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন। শনিবার কোয়েটা শহরে জনবহুল বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য বোমা-হামলা চালানো হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন। এছাড়াও শিশু ও মহিলা সহ আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহত ১৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল নিরাপত্তা বাহিনী।এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।