বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠান্ডায় কি সত্যিই কমে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ?

News Sundarban.com :
নভেম্বর ২৫, ২০১৭
news-image

ঠান্ডায় কি সত্যিই কমে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ? আপাতত ঠান্ডার পথ চেয়ে স্বাস্থ্য ভবন, একাধিক পুরসভা ও গ্রাম পঞ্চায়েত । হেমন্তে অকালবর্ষণে আচমকাই ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল রাজ্যে । তবে, নভেম্বরের কুড়ি তারিখ পেরোতে না পেরোতেই কলকাতা ও আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নামল অনেকটাই । প্রশ্ন উঠছে ঠান্ডা কি এবছর লম্বা ইনিংসে খেলবে ?
প্রতি বছরই কলকাতায় আসি আসি করেই চলে যায় শীত । বেশ কয়েক বছর ধরে কলকাতা-সহ রাজ্যে কনকনে শীতের দাপট উধাও । তাপমাত্রা তেমন কমেই না । এবছর শীত আগে ভাগে এলেও ডেঙ্গি,ম্যালেরিয়াকে পুরোপুরি নির্মূল করতে পারবে কি না, নিশ্চিন্ত হতে পারছেন না চিকিসকরাও ।