ডেঙ্গি ইসু্যতে উত্তাল রাজ্য বিধানসভা

ডেঙ্গি ইসু্যতে শুক্রবার ফের উত্তাল হল রাজ্য বিধানসভার অধিবেশন। করেন বিরোধীরা। ডেঙ্গি নিয়ে কংগ্রেসের আলোচনার দাবি নাকচ হওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস-সিপিএম বিধায়করা। সমর্থন ছিল বামেদেরও। ওয়েলে মশারি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়করা। পরে ধ্বনি দিতে দিতে প্ল্যাকার্ড হাতে তাঁরা বিধানসভা ভবনের একাংশ প্রদক্ষিণ করেন।
ডেঙ্গি ইসু্যতে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে তুমুল হইচই হয়। ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য় প্রতিমন্ত্রীর বিবৃতির আলোচনা নিয়ে দলনেতা আব্দুল মান্নানের দাবির বিষয়টি অধ্যক্ষ বিবেচনার আশ্বাস দিলেও তিনি প্রথমার্ধে নির্ধারিত সময়ের আগেই অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন।