বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হয়েছিল আল কায়দার ‘কলকাতা মডিউল’ তৈরির কাজ ,ধন্ধে গোয়েন্দারা

News Sundarban.com :
নভেম্বর ২৪, ২০১৭
news-image

উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে পাটনা ও বর্ধমান হয়ে কলকাতা। দূরত্বটা অনেকটাই। কিন্তু, এর মধ্যেই একের পর এক রাজ্যে যেভাবে আল কায়দার জঙ্গিরা স্লিপার সেল ও নেটওয়ার্ক তৈরি করেছে, তাতে হতবাক গোয়েন্দারা। হায়দরাবাদ, বেঙ্গালুরু, রাঁচি, পাটনা,উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, দেওবন্দ, এই রাজ্যের বর্ধমান ও কলকাতা । একসঙ্গে ৬টি রাজ্যের শহরগুলিতে আল কায়দার জঙ্গিদের নেটওয়ার্ক তৈরির কাজে হাত দিয়েছিল আনসার বাংলা টিম (এ বি টি) তথা ভারতের মাটিতে আল কায়দার সংগঠন ‘আকিস’ । গত কয়েক মাসের মধ্যে কলকাতায় রীতিমতো ঘাঁটি তৈরি করে ফেলেছিল দুই জঙ্গি সামশাদ ও রিয়াজুল । শুরু হয়েছিল আল কায়দার ‘কলকাতা মডিউল’ তৈরির কাজ ।
কলকাতা পুলিশের এস টি এফ-এর হাতে ধরা পড়ার পর লালবাজারে এ বি টি-র ওই দুই জঙ্গি গোয়েন্দাদের জানিয়েছে, দশমীর পর থেকে তারা কলকাতায় ঘাঁটি তৈরি করতে থাকে।