মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজনীতিতে যুক্ত হওয়ার এখনি কোন জরুরী প্রয়োজন নেই:রজনীকান্ত

News Sundarban.com :
নভেম্বর ২৪, ২০১৭
news-image

সব জল্পনায় জল ঢেলে দিলেন বর্ষীয়ান জনপ্রিয় তামিল অভিনেতা রজনীকান্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনীকান্ত সাফ বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার এখনি কোন জরুরী প্রয়োজন নেই ।’ আগামী ১২ ডিসেম্বর নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন রজনীকান্ত। কিন্ত তার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে জানান তিনি।
উল্লেখ্য এর আগে একাধিক সাক্ষাৎকারে রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রজনীকান্ত। আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, টাকা এবং খ্যাতির থেকে বেশি অন্য কিছু দরকার হয়ে পড়ে যা দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায়।