বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ভুয়ো এইপিএস অফিসার গ্রেফতার

News Sundarban.com :
নভেম্বর ২৪, ২০১৭
news-image

রাজ্যে গ্রেফতার আইপিএস অফিসার! তাও আবার রাজ্য পুলিশের হাতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালি থানা এলাকায়।

মাস খানেক আগে প্রকাশ্যে এসেছিল রাজ্যে ভুয়ো ডাক্তারের রমরমা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছিল ভুয়ো ডাক্তার। এবার সেই তালিকায় যোগ হল ভুয়ো এইপিএস অফিসার।

বৃহস্পতিবার খোঁজ মিলেছে এক ভুয়ো আইপিএস অফিসারের। এদিন তাকে নোদাখালি থানার পুলিশ গ্রেফতার করে। আগামীকাল তাকে আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো ওই আইপিএস অফিসারের নাম প্রীতম মুখার্জী।  অভিযুক্ত এই ব্যক্তি নোদাখালি থানার চক মানিকের চণ্ডীতলা এলাকার বাসিন্দা। নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লোনের আবেদন করে প্রীতম।