শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভর্তি নিয়ে কড়া অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী

News Sundarban.com :
নভেম্বর ২৩, ২০১৭
news-image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভর্তি নিয়ে কড়া অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । জানিয়ে দিলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়ে নম্বরের ভিত্তিতে পড়ুয়া ভর্তি নিতে হবে । কিছু বিষয়ে নম্বরের ভিত্তিতে ভর্তি, আর কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা; এটা হতে পারে না । একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ভর্তির নিয়মও একটাই হবে । এ ব্যাপারে খুব শিগগিরই উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি ।
যাদবপুরে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পড়ুয়া ভর্তি নেওয়া হয় জয়েন্ট পরীক্ষার মেধা তালিকা অনুযায়ী, প্রাপ্ত রার্ঙ্কের ভিত্তিতে । বিজ্ঞানের বিষয়গুলিতেও স্নাতক স্তরের প্রথম বর্ষে পড়ুয়া ভর্তি করা হয় নম্বরের ভিত্তিতে ।