মগরাহাটে প্রেমে প্রত্যাখাত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ছাত্রী

প্রেমে প্রত্যাখাত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার রাধানগর গ্রামে। মৃত ছাত্রীর নাম রিমা পাঁজা(২০)। সে স্থানীয় মগরাহাট কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্রী ছিল। মঙ্গলবার সকালে নিজের ঘরে পাখার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ওই তরুণীর দেহ।
রিমার পরিবারের লোকেদের অভিযোগ প্রায় ষাট বছর ধরে গ্রামের এক যুবক উজ্জ্বল বাগের সাথে প্রনয়ের সম্পর্ক ছিল রিমার। উজ্জ্বল রিমাকে বিয়ে করবে বলেও জানিয়েছিল। সেই মোতাবেক তারা নিজেদের মধ্যে অনেক অন্তরঙ্গ মুহূর্ত ও কাটিয়েছিল। কিন্তু গত মাস ছয়েক ধরে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে উজ্জলের। আর সেই সময় থেকেই রিমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে সে। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে বৈঠক ও করেণ স্থানীয় মানুষজন।