যন্ত্রের কম্পনে যাতে ঐতিহাসিক ভবনের কোনও অংশের ক্ষতি না হয়, এ কারণে সতর্কতা

মহাকরণে ঢেলে সাজানো হল নিরাপত্তাব্যবস্থা। না, জঙ্গি আক্রমণ বা অন্য কোনও আশঙ্কায় নয়! আজ থেকে ঐতিহ্যবাহী ওই ভবনের পাশ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হচ্ছে। যন্ত্রের কম্পনে যাতে ঐতিহাসিক ভবনের কোনও অংশের ক্ষতি না হয়, এ কারণে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
হাওড়া ময়দান আর এসপ্লানেডের মধ্যবর্তী অংশের বরাত পেয়েছে ’অ্যাফকন’ নামে এক নির্মাণ-সংস্থা। ভূগর্ভে ১৯ মিটার নিচ দিয়ে হবে সুড়ঙ্গ। মহাকরণের আড়াই মিটার পাশ দিয়ে যাবে এটি। খননকাজ হবে টানেল বোরিং মেশিন বা টিবিএমে। এর দৈনিক গতি আগের চেয়ে বেড়ে হয়েছে ৩০ মিটার।