শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লেক মলে ২০ ফুট উচ্চতার জুতো!

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

হ্যাঁ। সত্যি। ২০ ফুট উচ্চতার জুতো। তবে সে জুতোর ভেতরে পা ঢোকানোর সুযোগ নেই। কারণ, দক্ষিণ কলকাতার লেক মলে কেবল প্রদর্শনীর জন্যই এই জুতো রাখা হয়েছে। তাছাড়া, এমন বড় পা কারই বা হবে।

এফবিবি বিগবাজার কর্তৃপক্ষ আয়োজন করেছেন বিগ বুটস ফেস্টিভালের। আর সেখানেই জুতোর বিপুল বাজার তৈরি করা হয়েছে। এই উৎসবের নাম দেওয়া হয়েছে বিগ বুটস হাব। লেক মলে এমনিতে গেলেই গেটের সামনে দেখা মিলবে এই বিশালাকার জুতোর।

তবে যাদের পায়ের শ্রী বৃদ্ধিতে বাহারি জুতো কেনার শখ রয়েছে, তাদের জন্য অবশ্য রয়েছে সুখবর। কারণ, সাধারণ পায়ের মাপেও আন্তর্জাতিক মানের নানা জুতো বিক্রি করা হচ্ছে এই উৎসবে। ফলে, এখানে গেলে অনেকেই পেয়ে যেতে পারেন সখের জুতো জোড়া। – আজকাল