বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিপোর্টে নারদ ফুটেজের সঙ্গে ৯ জনের মিল পাওয়া গেছে  

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

নারদকাণ্ডে অভিযুক্ত জনপ্রতিনিধিদের ভয়েস নমুনা সংগ্রহ করতে পারবে সি বি আই । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন মঞ্জুর করে ব্যাঙ্কশালের বিশেষ সি বি আই আদালত । তদন্তে নেমে নারদকাণ্ডের পুনর্নির্মাণ করে সি বি আই । কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব থেকে সেই ফুটেজের রিপোর্ট সি বি আই-র হাতে এসেছে। জানা গেছে, নারদ ফুটেজের সঙ্গে ৯ জনের ফুটেজের মিল পাওয়া গেছে এই রিপোর্টে । এরপরই সি বি আই ভয়েস নমুনা সংগ্রহ করতে চেয়ে নোটিশ পাঠায় অভিযুক্তদের।

নারদ মামলায় ১৩ জন অভিযুক্তের নামে এফ আই আর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাঁদের মধ্যে কাউকে কাউকে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথুর থেকে টাকা নিতে দেখা গিয়েছে । আবার কাউকে দেখা যায়নি । ইতিমধ্যে, তদন্তকারী সংস্থা লেনদেন স্থল ঘুরে ছবি তোলার কাজ করছেন । যার মধ্যে ১১ টি জায়গা ঘুরে ছবি তোলার কাজ শেষ হয়েছে ।