বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ওয়াকি-টকি’ বিতর্কের পর এবার ‘চুইংগাম বিতর্কে’ বিরাট কোহলি

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০১৭
news-image

‘ওয়াকি-টকি’ বিতর্কের পর এবার ‘চুইংগাম বিতর্কে’ জড়ালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত চলাকালে চুইংগাম চিবানোর অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জন গণ মন’ শুরু হতেই ক্যামেরা সরাসরি ‘ফোকাস অন টু বিরাট’, সেখানেই ধরা পড়েছে বিরাটের চুইংগাম চিবোনোর মুহূর্ত।

এর আগে চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় জম্মু এবং কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলও একই বিতর্কে জড়িয়েছিলেন। যদিও সে সময় তিনি ক্রিকেটে ফোকাস থাকার কথা বলে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বছরের শেষদিকে এসে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার অভিযোগের তীর স্বয়ং ভারত অধিনায়কের দিকে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ক বিরাট কোহলি— ‘চুইংগাম বিতর্কে’ মুখে কুলুপ এঁটেছে সবাই।

এর আগে কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ‘ওয়াকি-টকি বিতর্কে’ জড়িয়েছিলেন কোহলি। ক্রিকেটের নিয়ম ভেঙেছেন— এমন অভিযোগই উঠেছিল ভারত অধিনায়কের বিরুদ্ধে। তবে সেবার আইসিসি সেই বিতর্কে জল ঢেলে জানিয়েছিল, অনুমতি নিয়েই ওয়াকি-টকি ব্যবহার করেছেন বিরাট।-জিনিউজ