৭০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির গুজরাট বিধানসভা নির্বাচন

আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দুদফায় বিধানসভা নির্বাচন গুজরাটে। হাতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। এমতাবস্থায় গুজরাট বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার গুজরাট বিধানসভার ১৮২ আসনের মধ্যে ৭০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। রাজকোট পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিজয়ভাই রূপানিকে। মাহেসানা আসনে বিজেপি প্রার্থী হলেন নীতিনভাই প্যাটেল। ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর।