বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃতু্যর ঘটনার তদন্তে কমিটি গঠন

বিশ্বভারতীর এক দ্বাদশশ্রেণির ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃতু্যর ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তিনজন আধিকারিককে নিয়ে গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, তিনজনের এই তদন্ত কমিটি হল বিশ্বভারতীর আভ্যন্তরীণ তদন্ত কমিটি। যেখানে রয়েছেন প্রোক্টর বিশ্বভারতী(কমিটির চেয়ারম্যান), পাঠভবনের অধ্যক্ষ (কমিটির সদস্য) এবং পাঠভবনের সহকারী অধ্যক্ষ(কমিটির কনভেনার)। বিশ্বভারতীর রেজিস্ট্রার বৃহস্পতিবার এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিনদিনের মধ্যে এই তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন গোটা ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করে একটি রিপোর্ট জমা করেন কর্তৃপক্ষের কাছে।