বাদ পড়াদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ থেকে বাদ পড়াদের নিয়ে আগামী বছর একটি টুর্নামেন্ট আয়োজন করার চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতালি, চিলি, ঘানা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে ইউএস সকার ফেডারেশন। মঙ্গলবার এমনই সংবাদ প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বেশ কয়েকটি বড় দল জায়গা করে নিতে ব্যর্থ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেই দলগুলোকে নিয়ে কোনো প্রীতি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে।
রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়া দলগুলোকে বিশ্বমঞ্চে খেলার জন্য কমপক্ষে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এসব মাথায় রেখে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইউএস সকার ফেডারেশন চিন্তাভাবনা করছে। বলে রাখা ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রও বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়।
১৯৬০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট মিলেনি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা হয়নি ঘানা ও নেদারল্যান্ডসের।