ক্যানিং-এ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

বিজেপিকে সমর্থণ করার অপরাধে তিন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবরামারী গ্রামের বৈদ্যপাড়ায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় তিন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। রাতেই তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মীরা।