শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারপুরে টাকা আদায়ের জন্য ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০১৭
news-image

পরিবারের লোকেদের কাছ থেকে টাকা আদায়ের জন্য নিজেকেই অপহরণের ফাঁদ পেতে ছিল প্রথম বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। অবশেষে শেষ রক্ষা না হওয়ায় সোনারপুর থানার পুলিশের হাতে ধরা প।ে যায় অভিযুক্ত সন্দীপ রায় নামে ওই ছাত্র। বন্ধুর অন্যায় কাজে সহযোগিতা করার জন্য আটক করা হয়েছে জুলফিকার মোল্লা নামে আরেক ছাত্রকে। ধৃত দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ।
সোনারপুর থানার পাওয়ার হাউস এলাকার এই ছাত্র সোমবার কলেজে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। বেলার দিকে বা।িতে তার এক বন্ধুকে দিয়ে ফোন করে জানায় কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে তিন দুষ্কৃতি তাকে অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে এক লক্ষ ষাট হাজার টাকা না দিলে প্রানে মেরে দেওয়া হবে সন্দীপ কে। শুধু তাই নয় সোমবার সন্ধ্যায় মধ্যে সোনারপুর থানার মিশন পল্লী এলাকায় সারদা স্কুলের কাছে টাকার ব্যাগ রেখে আসার জন্য ও পরিবারের লোককে হুমকি দেয় সে। এই হুমকি ফোন পেয়ে সন্দীপের মা রেখা রায় যোগাযোগ করেন সোনারপুর থানায়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ।