সোনারপুরে ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ক্লাসে একা পেয়ে তার শ্লীলতাহানি ও তার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর এলাকায়। অভিযুক্ত শিক্ষকের নাম বরুন কুমার রায়। রবীন্দ্র গার্ডেন একাডেমী নামে ওই স্কুলে আংশিক সময়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন বরুণ। বুধবার সকালের এই ঘটনার জেরে স্কুল থেকে আপাতত বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষককে।