লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিনতে চান মুখ্যমন্ত্রী

লন্ডনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু’দিনের মত মঙ্গলবারও তিনি লন্ডনে বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। সফরসঙ্গী ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, “রবীন্দ্রনাথ আমার স্বপ্ন। আমার অস্থি-মজ্জার সঙ্গে জড়িয়ে আছেন কবিগুরু। বাড়িটা সংরক্ষণ করা গেলে আমার স্বপ্ন সার্থক হবে।” বস্তুত, যে কোনও সভা-অনুষ্ঠানে মমতা অনর্গল রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন। তাঁর আগ্রহেই কলকাতায় ট্রাফিক সিগনালে নিরন্তর বাজে রবীন্দ্রসঙ্গীত।
১৯১২ সালে রবীন্দ্রনাথ কয়েকমাস কাটিয়েছিলেন উত্তর লন্ডনের হ্যামস্টেডে। সেখানেই তিনি গীতাঞ্জলীর ইংরাজী অনুবাদ করেন। ১৯১৩ সালে তিনি নোবেল পান। লন্ডনে যে বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন সেই ‘হিথ ভিলা’ কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। বাড়িটির দাম এখন আনুমানিক ২.৭ মিলিয়ন পাউন্ড। বাড়িটিতে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী বাড়িটিকে মিউজিয়াম বানাতে চান।