নিম্নচাপের সৌজন্যে বৃষ্টি ভোগাবে দু’দিন

শীত পড়তে আর বেশি দিন বাকি নেই। অথচ অসময়ের বৃষ্টি বাংলার পিছুই ছাড়ছে না। নিম্নচাপের সৌজন্যে বুধবার ভোররাত থেকে ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে বুধবার ভোররাত থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা ছাড়াও দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।এমতাবস্থায় আবহবিদদের পূর্বাভাস, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টির সৌজন্যে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও, বাড়বে রাতের তাপমাত্রা।