অনুব্রতর নির্দেশে মুখ্যমন্ত্রী চলেন: সুজন চক্রবর্তীর

অনুব্রত হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা। অনুব্রতর নির্দেশে মুখ্যমন্ত্রী চলেন। আউট অ্যান্ড আউট ক্রিমিনাল। মুখ্যমন্ত্রী ক্রিমিনালের কথা মেনে চলেন ।ওর অক্সিজেন আছে কিনা জানি না’। আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে আক্রমণ প্রসঙ্গে বুধবার এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, বিকাশ ভট্টাচার্য এবং মান্নান সাহেবের ওপর আক্রমণের ফলেই বোঝা যায় সিপিএমকে ভয় পেয়েছে তৃণমূল। এটা শেষের শুরু। এদের নিরাপত্তা লঙ্ঘিত হলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না। বুধবার বোলপুরের কাছে ‘আক্রান্ত আমরা’-র মঞ্চ ভাঙচুর হয় । বিকাশ ভট্টাচার্যদের গাড়িও আটকানো হয় । জিলিপিতলা মোড়ে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।