বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গড়িয়া স্টেশনের কাছে লাইনে ফাটল, বিপর্যস্ত রেল পরিষেবা

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০১৭
news-image

ফের বিপর্যস্ত রেল পরিষেবা । তবে অবরোধ নয়, এবার লাইনে ফাটল এবং অটো সিগন্যালিং তারে আগুন লাগার কারণে ছুটির দিনেও ভোগান্তির শিকার হলেন যাত্রীরা । শিয়ালদহ দক্ষিণ শাখার গড়িয়া স্টেশনের কাছে অটো সিগন্যালিং তারে আগুন লাগল রবিবার সকালে। একইসঙ্গে ডাউন লাইনে ফাটলও দেখা যায় । এর ফলে তৎক্ষণাৎ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় । শুধু মাত্র একটি লাইন দিয়েই ট্রেন চালানো হচ্ছি ল। বিভিন্ন লাইনে আটকে পড়ে ট্রেন ।
এদিন সকালে, হঠাৎই ডাউন লাইনে ফাটল দেখা যায়। ওই জায়গাতেই দেখা যায় অটো সিগন্যালিং-এর তারেও লেগেছে আগুন। ছিঁড়ে পড়েছে সেই তার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে ট্রেন চলাচল। ঘটনাস্থলে আসে রেলের বিশেষ দল। উপস্থিত হন আধিকারিকরাও। তড়িঘড়ি লাইন মেরামতি শুরু করা হয়। আড়াই ঘণ্টা পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ঝুঁকি নিয়ে ধীরে ধীরে চলছে ট্রেন।