শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০১৭
news-image

গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী। সূত্রের খবর অনুযায়ী রবিবার রাত থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তার ফলে গোটা বাসন্তী জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সমাল দিতে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হন তারা। উল্টে সংঘর্ষে জড়িত একদল দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন স্থানীয় জীবনতলা থানার ওসি। ভাঙচুর করা হয় পুলিশ গাড়ি। স্থানীয় থানার বাহিনী কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে রেফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। রবিবার সারা রাত ধরে এলাকায় টহল দেয় পুলিশ ও রেফ। যা সোমবার সকালেও অব্যাহত ছিল। প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদিও গোটা এলাকা এখনও থমথমে। স্থানীয় বাসিন্দাদের দাবি বাসন্তীর যেসব এলাকায় পুলিশ ও রেফ টহল দেয়নি সেখানে অবাদে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। অবাদে চলেছে লুঠ ও হিংসা।