মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

গোষ্ঠীর সংঘর্ষে গোলপার্ক-গড়িয়া রুটে বন্ধ অটো চলাচল

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০১৭
news-image

শাসকদল অধীনস্থ অটো ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অটো চলাচল ব্যাহত হল গোলপার্ক-গড়িয়া রুটে। সূত্রের খবর এই সংঘর্ষে জেরে গোলপার্ক-গড়িয়া অটো চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা।
এদিকে স্থানীয় এক অটো চালক দাবি করেছেন বেশ কয়েকদিন ধরেই ওই অটো রুটে  দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলতে থাকে। শনিবার গভীর রাতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে। অটো ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষের সঙ্গে অপর এক গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে শনিবার রাতে। আর তার থেকে রবিবার অটো চলাচল বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে গড়িয়া- গোলপার্ক অটো রুটে।