বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেট্রো রেলের কাজে ফাটল দেখা দেওয়ায় ফের বিতর্ক

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০১৭
news-image

মেট্রো রেলের কাজে ফাটল দেখা দেওয়ায় ফের বিতর্ক দেখা দিল। এ বার ফাটল ব্রেবোর্ন রোডে এক বহুতলে। মহাকরণের অদূরে এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলে ফাটলের জেরে আতঙ্ক দেখা দিয়েছে। তদারকি সংস্থা কলকাতা মেট্রো রেল নিগম লিমিটেডের (কেএমআরসিএল) অবশ্য জানিয়েছে, “এটা নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গত বছর মে মাসের প্রথম সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ফাটল ধরে হাওড়া জেলার প্রধান গ্রন্থাগারের গোটা ভবনে। সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় জেলার ১৩৬টি গ্রন্থাগারকে। হাওড়া ময়দানের কাছে প্রায় ৭০ বছরের পুরনো দোতলা এই সরকারি ভবনটির ৬৫ ফুট নীচে টানেল বোরিং মেশিন বা টিবিএম সুড়ঙ্গ কাটা শুরু করতেই ওই বিপত্তি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনির্দিষ্ট কালের জন্য বাড়িটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। মেট্রো রেলের তরফে দাবি করা হয়, দেওয়ালের চারদিকে ফাটল হলেও ভবনটির বড় কোনও ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে তা মেট্রোর তরফে পরে সারিয়ে দেওয়া হয়।