কুণালের বাড়িতে মুকুল

বহিষ্কৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষের বাড়িতে বুধবার সন্ধেয় হাজির হলেন বিজেপি নেতা মুকুল রায়৷ দু’জনের মধ্যে ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠকও হল৷ ওয়াকিবহাল মহলের মতে, এরাজ্যে তৃণমূলে ধস নামাতে কুণালকেই নিজের ‘মিডিয়েটর’ হিসেবে কাছে পেতে চাইছেন মুকুল৷ এদিন সেই প্রস্তাব নিয়েই তাঁর কাছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, মুকুল রায়কে সবদিক থেকে সহযোগিতা করতে রাজি কুণাল৷ যদিও এবিষয়ে দু’তরফের কেউই কোনও মন্তব্য করতে চাননি৷ হঠাৎ কুণাল ঘোষকেই কেন ‘মিডিয়েটর’ হিসেবে পেতে চাইছেন বিজেপি নেতা মুকুল রায়? মুকুল ঘনিষ্ট শিবির সূত্রের খবর, মুকুলের মতোই অনেক তৃণমূল নেতার ‘কাছের লোক’ কুনাল। একটা সময় দিদির সঙ্গে কথা বলতে কুণালের সাহায্য নিতেন অনেক নামী তৃনমূল নেতারা। তাঁদের সঙ্গে এখনও কুণালের যোগাযোগ রয়েছে।