শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জোড়-বিজোড় নীতিতে দিল্লির রাস্তায় চলবে গাড়ি

News Sundarban.com :
নভেম্বর ৯, ২০১৭
news-image

দিল্লির মাত্রাছাড়া বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে রাস্তায় গাড়ি চলবে জোড়-বিজোড় নীতিতে। বৃহস্পতিবার দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলট এ কথা জানান। তিনি জানান, আগামী ১৩ ১৩ নভেম্বর থেকে ৫ দিনের জন্য রাস্তায় গাড়ি চলাচলে জোড়-বিজোড় নীতি বহাল থাকবে।

এই নিয়ম অনুসারে বেসরকারি যান চলবে লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার ভিত্তিতে। জোড় সংখ্যার দিনে রাস্তায় নামবে জোড় সংখ্যার গাড়ি,বিজোড় সংখ্যার দিন রাস্তায় নামার অনুমতি থাকবে বিজোড় সংখ্যার নম্বর প্লেটওয়ালা গাড়ির।

গত বছরও রাজধানীতে চরম পরিবেশ দূষণের পরিপ্রেক্ষিতে দুবার, একবার ১ থেকে ১৫ জানুয়ারি,আরেকবার ১৫-৩০ এপ্রিল জোড়-বিজোড় নীতি কার্যকর হয়েছিল গাড়ি চলাচলে।