শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ হচ্ছে হিমঘরে আলু রাখার সময়সীমা

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০১৭
news-image

চলতি মাসেই শেষ হচ্ছে হিমঘরে আলু রাখার সময়সীমা। কিন্তু এখনও মজুত আলুর প্রায় ৩৫ শতাংশ হিমঘর রয়েছে বলে জানা গিয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকে রাজ্যের কৃষি বিপণন দফতর। বৈঠকে হিমঘর খোলা রাখার সময়সীমা বাড়ানোর প্রসঙ্গ উঠেছে। বাজার দর বৃদ্ধির প্রসঙ্গ নিয়েও কথা হয়।

হিমঘরে এখনও কত পরিমাণ আলু মজুত আছে, বাজারদর সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। আলুসহ বিভিন্ন বিষয়ে আজ বিশেষ বৈঠকে কথা হয়েছে। অন্যান্য সবজির দাম নিয়েও পর্যালোচনা হয়। কৃষি বিপণন দপ্তর ‘সুফল বাংলা’ নাম যে স্টলগুলি চালাচ্ছে, সেগুলির কাজের মান নিয়েও আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, সংস্লিষ্ট নানা বিভাগ মজর রাখবে বিভিন্ন বাজারে দ্রব্য মূল্যের ওপর।