শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গি ও অজানা জ্বরের পর এবার স্ক্রাব টাইফাসের আতঙ্ক হাবড়ায়

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০১৭
news-image

ডেঙ্গি ও অজানা জ্বরের পর এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় থাবা বসালচিন্তার নাম স্ক্রাব টাইফাস। এই রোগে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে হাবড়ার বাসিন্দা সোমেন সরকার ও তাঁর পরিবারের সদস্যরা।
প্রায় একমাস আগে একটা ছোট্ট লাল রঙের পোকা কামড়ে ছিল সোমেন সরকার, তাঁর স্ত্রী সুমিত্রা সরকার ও দুই সন্তান সুরজ সরকার, সীমন্তী সরকারকে। এরপর থেকে সারা গায়ে শুরু হয় চুলকানি। আসে জ্বর, শুরু হয় মাথা যন্ত্রণা। ধীরে ধীরে সারা শরীরে ফুটো হয়। আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে। দেরি না করে চিকিৎসা শুরু হয় হাবড়া হাসপাতালে। অভিযোগ, হাবড়া হাসপাতালের তরফে চুলকানির ওষুধ দিয়ে দায় সারেন ডাক্তাররা।
হাবড়ার এক চিকিৎসক দীপক কুণ্ডু জানান, ছবিতে ঘা’গুলি দেখে প্রাথমিকভাবে স্ক্রাব টাইফাসের মতোই মনে হচ্ছে। এসব রোগ সাধারণত পোকা কামড়ালে বা আবর্জনা থেকে জীবাণু সংক্রমণের ফলে হয়।