বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

টেট পরীক্ষার ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি ঘোষণা নয়,তা দেখাতে হবে হাই কোর্ট-এ

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০১৭
news-image

ডি ই এল, ই ডি, প্রশিক্ষণরত প্রার্থীদের জন্য শুধু ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি ঘোষণা নয়,তা দেখাতে হবে কলকাতা হাই কোর্ট-এ । বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্ট এর । তিনি এদিন বলেন, শুধু বিজ্ঞপ্তি হিসেবে নয়, তা নথি আকারে জারি করতে হবে পর্ষদকে । প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদিন তিনি এই নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। মামলার পরবর্তী দিন ধার্য করেন ২০ নভেম্বর । ওই দিন ওই বিজ্ঞপ্তি জারির নথি আদালতে দেখাতে হবে পর্ষদকে। বিজ্ঞপ্তি ঠিকঠাক থাকলে মামলা নিস্পত্তি করে দেবেন বলে জানান বিচারপতি চট্টোপাধ্যায়।
অনন্তকুমার কালিন্দি সহ প্রায় ২৫০ জন ডি ই এল, ই ডি,প্রশিক্ষণরত পড়ুয়া টেট-এ বসার জন্য ফর্ম পূরণের অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ডি ই এল, ই ডি, প্রশিক্ষণরত সব প্রার্থীরাই ফর্ম পূরণ করতে পারবেন ।