বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের কেন্দ্রীয়স্তরের অনলাইন ডিএলএড কোর্সের জন্য আবেদন শুরু

News Sundarban.com :
নভেম্বর ২, ২০১৭
news-image

বুধবার থেকে ফের কেন্দ্রীয়স্তরের অনলাইন ডিএলএড কোর্সের জন্য আবেদন শুরু হল। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা এনআইওএস এই কোর্সটি করাচ্ছে কর্মরত শিক্ষকদের। এখনও পর্যন্ত যে সরকারি বা বেসরকারি স্কুলের বুনিয়াদি স্তরের শিক্ষকরা প্রশিক্ষণবিহীন, এটাই তাঁদের কাছে শেষ সুযোগ।
সূত্রের খবর, আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। ‘স্বয়মপ্রভা চ্যানেল’, অনলাইন কনটেন্ট এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে এই কোর্স চলবে। সম্প্রতি একটি কেন্দ্রীয় সমীক্ষায় দেখা গিয়েছে, এ রাজ্য প্রশিক্ষণবিহীন শিক্ষকদের সংখ্যার তালিকায় একেবারে প্রথমদিকে। যদিও, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সমীক্ষার ভিত্তি নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন। পাশাপাশি, এটাও ঠিক যে বাম আমলে সে ভাবে শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের সংখ্যা বাড়েনি। যা ছিল, তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এই সরকারের আমলে শিক্ষক শিক্ষণকেন্দ্রের সংখ্যা অনেকগুণ বেড়েছে। নতুন ডিএলএড, বিএড কলেজ হয়েছে। তা সত্ত্বেও একটা ঘাটতি রয়েছেই।