যুক্তরাষ্ট্রে কলোরাডোয় বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের একটি শপে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার এ ঘটনায় গুলিতে আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থর্নটন পুলিশ বিভাগ এক টুইট বার্তায় জানায়, হামলায় দু’জন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
ম্যাট বারনেস নামে এক পুলিশ কর্মকর্তা আমেরিকার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গত মাসে লাস ভেগাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫৮ জন নিহত হন। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে। – নিউইয়র্ক টাইমস।