সুহানা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিচ্ছেন

বলিউড বাদশা শাহরুখ-গৌরী দম্পতির মেয়ে সুহানা আর ছোট নেই; এখন তিনি রীতিমতো পার্টি গার্ল। বন্ধুদের সঙ্গে বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যাচ্ছে তাকে। সেখানে নজর কারছেন সংবাদ মাধ্যমের।
বলিউডে গুঞ্জন, খুব শিগগিরই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সুহানার। এজন্য প্রস্তুতির কাজটা সেরে ফেলছেন তিনি।
সংবাদমাধ্যম ডিএনএ বলছে, সুহানা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিচ্ছেন। মুম্বইয়ের যেখানে যেখানে অডিশন হয়, সেই সব জায়গায় সম্প্রতি দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে সুহানা এসব অডিশনে যাচ্ছেন শুধু অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।
মুম্বাইয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, সুহানার বলিউডে অভিষেক নিশ্চয় বড় ঘটনা হবে। তবে এটি সম্ভবত শাহরুখ-গৌরীর প্রযোজনায় ছবিতে হবে। অথবা অথবা করণ জোহরের হাতে তার অভিষেক হতে পারে। এর বাইরে অন্যকিছু হওয়ার সুযোগ কম।
তবে অনেকে মনে করেন, প্রথম ছবিটা অন্য প্রযোজক-পরিচালকের সঙ্গেও করতে পারেন সুহানা।