বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য সরকার গরীবদের বিনামূল্যে ফ্ল্যাট দেবে

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৭
news-image

দশ হাজার টাকার নীচে যাঁদের আয় তাদের ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার একটি করে ফ্ল্যাট দেবে রাজ্য সরকার৷ এরজন্য পুরসভাগুলোকে জমি খুঁজতে বলা হয়েছে৷

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের জন্য রাজ্য সরকার আবাসন বানাবে। এই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বাংলার বাড়ি। প্রতিটা আবাসনই ‘জি প্লাস থ্রি’হবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।

পুর দফতর সূত্রে জানা গিয়েছে , প্রথমে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের জন্য অর্ধেক টাকা দেওয়ার কথা ছিল৷কিন্তু সম্প্রতি সেই নির্দেশ পরিবর্তন করে কেন্দ্র জানিয়েছে, ওই প্রকল্পের জন্য প্রতি ইউনিট পিছু তারা দেবে এক থেকে দেড় লক্ষ টাকা।