জাহাজ লুট করতে আসা পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করল কুলতলি থানার পুলিশ

সুন্দরবনের ঝড়খালির হামালবেড়িয়াতে বাংলাদেশি জাহাজ লুট করতে আসা জলদস্যুদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করল দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার পুলিশ। গতরাতে কুলতলির দেউলবাড়ি এলাকার এক মত্স্যজীবীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের দলে আরও তিনজন ছিল বলে পুলিশ সূত্রে খবর। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে তিনটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।