গান্ধী হত্যাকাণ্ডের ঘটনা পুনর্তদন্তে আপত্তি প্রপৌত্র তুষার গান্ধী

মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের ঘটনা পুনর্তদন্তে আপত্তি করেছেন তার প্রপৌত্র তুষার গান্ধী। গান্ধী হত্যাকাণ্ড পুনর্তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ বিরোধীতা করে আপত্তি জানিয়েছেন তুষার।
তুষারের এমন আপত্তির জন্য প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধী হত্যার পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছেন পঙ্কজ ফড়নিশ নামে এক ব্যক্তি।
আদালতে উত্থাপিত তার অভিযোগে বলা হয়, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে হত্যার জন্য তৃতীয় পক্ষের সরাসরি ভূমিকা রয়েছে। মহাত্মা গান্ধীর শরীর বিদ্ধ করা তিনটি বুলেট নিয়েও প্রশ্ন তুলেন পঙ্কজ ফড়নিশ।
গত ৬ অক্টোবর পুনর্তদন্তের সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ বিরোধীতা করে সোমবার সুপ্রিম কোর্টে আপিল করেন গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। – এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া