বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭৫ তম বর্ষ বেলুড় রামকৃষ্ণ মিশনের সারদাপীঠে জগদ্ধাত্রী পুজো

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০১৭
news-image

চিরাচরিত রীতি ও ঐতিহ্য মেনে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠে অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পুজো। এবার পুজোর ৭৫ তম বর্ষ। রবিবার মহানবমীর দিন সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্বাহ্ন পূজা, পুষ্পাঞ্জলি, মধ্যাহ্ন পূজার পর বিবেকানন্দ সভাগৃহ প্রাঙ্গনে প্রসাদ বিতরণ করা হয়। বিকেলেও পুষ্পাঞ্জলি, অপরাহ্ন পূজা, হোমের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই সারদাপীঠে প্রচুর ভক্ত সমাগম হয়। এদিন সকাল থেকে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এদিকে, নবমীর সকালেও ভিড় উপতে পড়ল চন্দননগরে৷ গত তিনদিনের মত এদিনও সকাল থেকেই সেজেগুজে রাস্তায় বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। ফলে সকাল থেকেই চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর এলাকায় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীদের লম্বা লাইন৷ বেলার দিকে হাওড়া-বর্ধমান মেন লাইনের প্রতিটি ট্রেন থেকেই কাতারে কাতারে মানুষ নামেন চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে।
চন্দননগরের চোখ ধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা দেখার জন্য একইভাবে গঙ্গা পেরিয়ে রানিঘাট, বাবুঘাট, গোন্দলপাড়া ঘাটে আসেন হাজার হাজার মানুষ।