বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী বছরের শুরুতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০১৭
news-image

আগামী বছরের শুরুতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি কলকাতা থেকে শান্তিনিকেতন যাবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ৷ পদাধিকার বলে প্রধানমন্ত্রীই বিশ্বভারতীর আচার্য ৷ বিশ্বভারতীতে গত পাঁচ বছর সমাবর্তন হয়নি ৷ ২০১২ সালে শেষবার সমাবর্তন হয়েছিল ৷ সেই সময় বিশ্বভারতীর আচার্য ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ কিন্তু তিনি ওই সমাবর্তনে উপস্থিত ছিলেন না ৷ সেবার উপস্থিত ছিলেন বিশ্বভারতীর রেক্টর তথা পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল এম,কে নারায়ণন ৷ তবে ২০১১ সালের সমাবর্তনে হাজির ছিলেন আচার্য মনমোহন সিং ৷ সেই হিসাবে ছ-বছর পর বিশ্বভারতীর সমাবর্তনে হাজির থাকবেন আচার্য ৷
তাই, ২০১৮-র শুরুতেই এ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ আগামী বছরেরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তাঁর পশ্চিমবঙ্গে আসার কথা ৷ তবে তাঁর এই সফর কোনওভাবেই রাজনৈতিক নয় ৷ পুরোটাই প্রশাসনিক ৷ তিনি আসবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ৷ পদাধিকার বলে নরেন্দ্র মোদী ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ তাই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ শনিবার কলকাতায় বিশ্বভারতীর একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই সমাবর্তনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা হয় বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে ৷
ওই সূত্রের দাবি, এ নিয়ে খুব শীঘ্রই বিশ্বভারতীর একটি প্রতিনিধি দল নয়াদিল্লি যাবে ৷ ওই দলের নেতৃত্বে থাকবেন বিশ্বভারতীর উপাচার্য স্বপন দত্ত ৷ ওই প্রতিনিধি দলের তরফেই সমাবর্তনে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রীকে ৷বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে ৬ মাস আগেই একবার প্রধানমন্ত্রীকে তারা চিঠি দিয়েছিল ৷ সেই চিঠিতেই প্রধানমন্ত্রীকে বিশ্বভারতীর সমাবর্তনে উপস্থিত থাকার অনুরোধ করা হয় ৷ প্রধানমন্ত্রীও বিশ্বভারতীর সমাবর্তনে উপস্থিত থাকতে চান বলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বিশ্বভারতীকে জানানো হয়েছে ৷ তার পরই তৎপরতা শুরু হয়েছে বিশ্বভারতীর তরফে ৷