জয়নগরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

এক ডিভোর্সি মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রানাঘাটা গ্রামে। ধৃত যুবকের নাম আরশাদ মোল্লা। রবিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।
জয়নগর থানার মনিরতট এলাকার বাসিন্দা ওই মহিলার গত ১২ বছর আগে কাশ্মীরের এক যুবকের সাথে বিয়ে হয়েছিলো। বিয়ের বছর চারেক এর মধ্যে একটি সন্তান ও হয়েছিল তাদের। তারপর প্রায় ৮বছর সংসার করার পর স্বামীর সাথে বিবাদের জেরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার মনিরতটে বাপের বাড়ীতে ফিরে আসেন ওই মহিলা। গত কয়েকমাস ধরে মোবাইলের মাধ্যমে জয়নগর থানার রানাঘাটা গ্রামের এক যুবক আরশেদ মোল্লার সাথে প্রেম হয় তার। ঐ যুবকের কথা অনুযায়ী জয়নগর থানার তুলসীঘাটায় এক আত্মীয়ের বাড়ীতে এসে ওঠে ওই মহিলা। গত শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুলসীঘাটা থেকে মোটরবাইকে চাপিয়ে ওই মহিলাকে নিয়ে রানাঘাটার একটি নির্জন জায়গায় নিয়ে যায় আরশেদ। অভিযোগ, সেখানেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করে আরশেদ।