বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবভারতীতে জলের পাউচ নিয়ে গ্যালারিতে যাওয়া নিষিদ্ধ করেছে পুলিশ

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

শনিবার যুবভারতীতে জলের পাউচ নিয়ে গ্যালারিতে যাওয়া নিষিদ্ধ করেছে পুলিশ। ব্রাজিল–জার্মানি ম্যাচে মাঠে পাউচ ছোঁড়া হয়েছিল। এদিনের খেলায় এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত থেকেই উন্মাদনায় ফুটছে গোটা দেশ। বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা ভিড় করেছেন শহরে। সব রাস্তা আজ যুবভারতীর দিকে। বিধাননগর পুলিস কমিশনারেট সূত্রে জানা গেছে, ভিড়ের চাপ বেশি হলে নির্ধারিত সময়ের আগেই দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে যুবভারতী। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। ফাইনাল দেখতে প্রচুর সেলিব্রিটি আসবেন যুবভারতীতে। তাই নিরাপত্তায় কোনও খামতি রাখছে না পুলিশ। সর্বত্রই কড়া নজর রাখা হয়েছে। একটি দর্শক আসনও ফাঁকা থাকবে না বলে মনে করা হচ্ছে। দর্শকের নিরিখে রেকর্ডের সম্ভাবনাও তৈরি হয়েছে। তাই নিরাপত্তার বিষয়ে পুলিশ যথেষ্ট সতর্ক। গ্যালারিতে বডি ক্যামেরা নিয়ে নজরদারি করবেন ফিফার প্রশিক্ষিত স্টুয়ার্টরা।