শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝড়খালিতে পুলিশ বাহিনী ও জলদস্যুর গুলির লড়াই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

ফিল্মি কায়দায় সুন্দরবনে জলদস্যুদের জাহাজ অপহরণের ছক বানচাল করে দিল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে শিকারের খোঁজে ওত পেতে বসে থাকে ঝড়খালি থানার পুলিশ৷

গভীর রাতে ঘটনাটি ঘটে ঝড়খালির কাছে৷ জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন বিদ্যা নদীতে হামালবেড়িয়া জঙ্গলের কাছে বাংলাদেশ থেকে আসা এক পণ্যবাহী জাহাজ অপহরণ করতে ৭-৮ জনের জলদস্যুর দল জড়ো হবে ঝড়খালিতে৷ সেই মতো আগাম প্রস্ততি নিয়ে অভিযান শুরু করে পুলিশ৷ জেলার সুপার অরিজিৎ সিনহার নেতৃত্বে অতিরিক্ত জোনাল পুলিশ সুপার সৈকত ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে জলপথে রওনা হয়ে যান৷  এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়েই জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে দু”রাউন্ড গুলি ছোড়ে৷ পাল্টা হিসাবে পুলিশ শূন্যে গুলি চালায় ৷ বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই৷ তবে ধরা পড়ে যাবার ভয়ে জলদস্যুরা বোট ছেড়ে নদীর জলে ঝাঁপ দেয়৷ রাতের অন্ধকার ও কুয়াশার সুযোগে ম্যানগ্রোভের জঙ্গলে পালিয়ে যায় তারা৷

এরপর পুলিশ জলদস্যুদের বোটটিতে হানা দিয়ে দুটি গুলির খোল ও দুটি ওয়ান শাটার (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে এবং সেই সঙ্গে বোটটিকেও আটক করা হয়েছে৷