বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পবিত্র তীর্থস্থানে নিষিদ্ধ করা হল ডিম, মাংস ও মদ : যোগী

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

বৃন্দাবন ও বারসানাকে উত্তরপ্রদেশের তীর্থস্থান হিসাবে ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। আর তারপরই এই দুই পবিত্র তীর্থস্থানে নিষিদ্ধ করা হল ডিম, মাংস ও মদ। উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বৃন্দাবন ও মথুরা হল ভগবান কৃষ্ণ ও বলরামের জন্মস্থান। অন্যদিকে, বারসানা হল রাধার জন্মস্থান। লাখ লাখ পর্যটক ও ভক্তের সমাগম হয় এই স্থানগুলিতে। রাজ্যের পর্যটনে এই স্থানগুলির গুরুত্ব অপরিসীম। আর সেই কারণেই এই দুটি স্থানকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, এই দুই তীর্থস্থানের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উন্নয়নে বেশকিছু পরিকল্পনা নিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার।
বৃন্দাবন ও বারসানা দুই-ই মথুরা জেলায় অবস্থিত। ইতিমধ্যেই এই দুই শহরের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নয়নে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র।