বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ লাখ মেট্রিক টন রেললাইন কিনছে রেল: জানালেন রেলমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

রেলের উন্নতিকরণের জন্য এবার আন্তর্জাতিক টেন্ডার ডাকল রেলমন্ত্রক। ২০১৮-১৯ অর্থবর্ষে এই টেন্ডারের মাধ্যমে সাত লাখ মেট্রিক টন রেললাইন কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই ব্যবস্থার মাধ্যমে বছরের পর বছর ধরে চলে আসা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একচেটিয়া ব্যবসায় ভাটা পড়তে চলেছে।
ব্রিটিশ আমল থেকে পাতা ভারতীয় রেললাইনের অবস্থা অনেক জায়গাতেই যথেষ্ট খারাপ। সেখানে যেমন ট্রেন গতি পায় না, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও থাকছে অনেক ক্ষেত্রেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে সেই এলাকাগুলিতে। ঘটেছে অসংখ্য প্রাণহানিও। এবার সেই পুরনো রেললাইন উপড়ে বসানো হবে অত্যাধুনিক লাইন। যাতে গতি ও নিরাপত্তা দুই বাড়বে। এশিয়ার বৃহত্তম এই রেল পরিষেবার উন্নতিকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮.৬ লাখ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছেন। সেই টাকা প্রধানত পরিকাঠামো উন্নয়নেই খরচ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।